ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ || ৩ মাঘ ১৪৩২
Breaking:
খামেনির পতন হলে ঘোরতর বিপদে পড়বে ভারত?      সরকারি চাকরিজীবীদের সামনে টানা ৩ দিনের ছুটি      পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল, তবে ভোট ১২ ফেব্রুয়ারিতেই     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন        ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক     
৩৪

সরকারি চাকরিজীবীদের সামনে টানা ৩ দিনের ছুটি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬  

সরকারি চাকরিজীবীদের সামনে টানা ৩ দিনের ছুটি

সরকারি চাকরিজীবীদের সামনে টানা ৩ দিনের ছুটি


আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এদিন সাধারণ ছুটি থাকবে। নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিবীজীরা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এ নিয়ে টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি চাকরীজীবীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে।যাতে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। পরের দিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।

এ ছাড়া চাঁদের হিসেব অনুযায়ী শবেবরাত ৫ জানুয়ারি হলে ওইদিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনি) হওয়ায় টানা ৩ দিনের ছুটি পেতে পারেন তারা।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত