ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না : সালাহউদ্দিন        বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারী : তারেক রহমান     
১৩১

সংস্কার করে লাভ কী হয়েছে?:প্রশ্ন রিজভীর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫  

সংস্কার করে লাভ কী হয়েছে?:প্রশ্ন রিজভীর

সংস্কার করে লাভ কী হয়েছে?:প্রশ্ন রিজভীর



 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করে লাভ কী হয়েছে? মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার সংস্কার করেছিলেন। এর পরিণতি আমারা পেয়েছি। তাদের সংস্কারে দেখেছি, শেখ হাসিনার ফ্যাসিস্টদের দুঃশাসন।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সময় তো অনেক হলো। এক বছর হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এর মধ্যে সংস্কার করা তো যাবে।
নির্বাচিত প্রতিনিধিরা জনগণের চাওয়াকে ধারণ করেন। সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন হলে সেটা তারা করবে। কিন্তু বার বার নির্বাচনকে আকাশের তারার মতো দূরে ঠেলে দিলে গণতন্ত্রের জন্য মহাবিপদ অপেক্ষা করবে।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের বিরোধিতা বিএনপি করে না, তবে অযথা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।
’ ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত