ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
Breaking:
সন্ত্রাসী, খুনী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই: রিজভী      জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ     
৬৫

‘ল অ্যান্ড অর্ডার’ না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার: রুমিন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫  

‘ল অ্যান্ড অর্ডার’ না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার: রুমিন ফারহানা

‘ল অ্যান্ড অর্ডার’ না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার: রুমিন ফারহানা


বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি না, তা নিয়ে সরকার যেভাবে ব্যস্ত, তার চেয়ে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনগণের নিরাপত্তায় মনোযোগী হতো, দেশ অনেকটাই সঠিক পথে এগোতো।

বুধবার (২০ আগস্ট) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় ‘অন্য মঞ্চে’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন বলেন, “গত এক বছরে সরকারের আসল দায়িত্ব ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও ল অ্যান্ড অর্ডার স্থিতিশীল করা। কিন্তু সরকার ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়েছে। রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানো হলো কেন—আমরা কেউ জানি না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি নেওয়া হয়, সেটা প্রজ্ঞাপন দিয়ে জানানো উচিত।”

তিনি অভিযোগ করেন, সরকার মূল কাজগুলো এড়িয়ে চলেছে। নির্বাচন ঘিরে রোডম্যাপ স্পষ্ট করার বদলে এক বছর পার হয়ে গেলেও জনগণ এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছে না।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে ভোট হবে কি না—তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। মানুষ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। কিন্তু নির্বাচন নিয়ে চারপাশে যে উচ্ছ্বাস থাকার কথা, তা এখনো দেখা যাচ্ছে না।”

রুমিনের দাবি, সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে এবং দ্রুত একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। যে কোনো নির্বাচিত সরকারই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো—মানুষ তা বুঝতে পেরেছে,” যোগ করেন তিনি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত