ঢাকা, ১১ মে, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
Breaking:
মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আওয়ামী লীগ কচুর পাতার পানি না : কাদের সিদ্দিকী        আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে চাপে পড়তে হতো না : মির্জা ফখরুল        সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন     
২৯৩

যশোরে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৫

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  


জেলার মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মণিরামপুর সড়কের উপজেলার টুনিয়াঘরা গ্রামের ব্যাগারিতলা বাজার এলাকায় ভোজগাতি ইউনিয়ন পরিষদের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। এছাড়া বাকি ৩জনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাবিবুর রহমান নাস্তা করার জন্য তার ছেলে তাওশিদকে নিয়ে হোটেলে ঢুকতে সড়কে ওঠেন। এ সময় দ্রুতগতিতে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে সড়কের পাশের হোটেল, চায়ের দোকানসহ ৭/৮টি দোকানে ধাক্কা দেয়। এ সময় আরও তিনজনকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত