ঢাকা, ০২ অক্টোবর, ২০২৫ || ১৭ আশ্বিন ১৪৩২
Breaking:
বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দুর্ব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের, এনসিপির দুঃখ প্রকাশ        তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর     
২৯৮

গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান, ১১ জনকে দণ্ড

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫  


রাজধানীর গুলিস্তানে হকার ও ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগ। গতকাল বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. এম মহিদুর রহমানের উপস্থিতিতে এ বিশেষ অভিযান হয়েছে। এ সময় ১১ হকারকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। 

বিষয়টি ডিএমপির ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক  চলাচলে বিঘ্ন ঘটছিল। এ বিশেষ অভিযান পরিচালনার কারণে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অভিযানে  ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত