মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
মুক্তআলো২৪.কম

মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মস্কোয় বৃহস্পতিবার (৮ মে) এক বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও ‘গভীর’ করার ঘোষণা দিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনে চার ঘণ্টার বৈঠক শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উভয় নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, যেখানে তারা ‘চীন-রাশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন যুগে উন্নীত’ করার কথা জানান।
বৈঠক শেষে পুতিন বলেন, ‘বর্তমান ভূরাজনৈতিক সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীন-রাশিয়া পররাষ্ট্রনীতি একটি স্থিতিশীলতার প্রতীক।’
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধের দিকে ইঙ্গিত করে পুতিন আরও বলেন, ‘চীনের সঙ্গে একটি ন্যায়ের ও উন্মুক্ত বিশ্ব ব্যবস্থা গঠনের পক্ষে আমরা কাজ করছি।
শি চিনপিং বলেন, ‘রাশিয়া ও চীন আন্তর্জাতিক সম্প্রদায়ে একটি স্থিতিশীল, ইতিবাচক ও অগ্রসর শক্তি হিসেবে কাজ করছে।’
শি বিশ্ব শাসনে নেতৃত্ব দিতে দুই দেশের যৌথ ভূমিকার উপর গুরুত্ব দেন এবং বলেন যে উভয় দেশকে ‘একপাক্ষিকতা ও আধিপত্যবাদ’ এর বিরুদ্ধে দায়িত্ব পালন করতে হবে।
এই বৈঠক এমন এক সময়ে হলো যখন বিশ্ব রাজনীতি অস্থির, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ঐতিহ্যগত বৈদেশিক নীতিতে পরিবর্তন এনেছে।
মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন নিজেদের পারস্পরিক সম্পর্ককে জোরদার করছে।
বৈঠক শেষে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়া-চীন বাণিজ্য ও বিনিয়োগে ‘গুণগত অগ্রগতি’ আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘চীনা প্রযুক্তি ও শিল্প অভিজ্ঞতা রাশিয়ায় স্থানান্তরিত হচ্ছে এবং রাশিয়া এখন চীনের গাড়ির বৃহত্তম আমদানিকারক।’
চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় চীন রাশিয়াকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থান গড়ে দিয়েছে।
চীন রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা।
বৈঠক শেষে উভয় দেশ ২০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন রক্ষা, জৈব নিরাপত্তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, চলচ্চিত্র সহযোগিতা, কোয়ারান্টাইন পরিদর্শন।
শি চিনপিং ছাড়া আরো বেশ কয়েকটি দেশের প্রধানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নসহ তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই সপ্তাহের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে মস্কো সফর করবেন।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- মোদি সরকার কেমন হবে
- আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি