ঢাকা, ১১ মে, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
Breaking:
মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘তারেক রহমানের ফিরতে বাধা নেই’- সরকারের কাছে শুনতে চায় বিএনপি        ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত        যুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী     
৩৭৪

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  


ফরিদপুরের ভাঙ্গায় আজ বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহগুলো পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের মালিগ্রামে আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বাসস’কে জানান, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা  জাফর বাসস’কে বলেন, সকালে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ শনাক্তের চেষ্টা চালাচ্ছি।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত