ঢাকা, ১১ মে, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
Breaking:
মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আওয়ামী লীগ কচুর পাতার পানি না : কাদের সিদ্দিকী        আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে চাপে পড়তে হতো না : মির্জা ফখরুল        সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন     
২৬১

বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঈদের আগে সাময়িকভাবে ব্যবসা শুরু করতে পারবে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঈদের আগে সাময়িকভাবে ব্যবসা শুরু করতে পারবেন : সালমান

বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঈদের আগে সাময়িকভাবে ব্যবসা শুরু করতে পারবেন : সালমান


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীরা ঈদ-উল-ফিতরের আগে বঙ্গবাজারে তাদের ব্যবসা সাময়িকভাবে চালাতে পারবেন।

অগ্নিকান্ডে বিধ্বস্ত বঙ্গবাজার বাজার পরিদর্শন শেষে তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি পরিষ্কার করা হবে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ক্ষতির ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয় হবে।’ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

ঈদের আগে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সাময়িক ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য কাজ করছি। পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব নয়, তবে কিছুটা পুনরুদ্ধার করা যেতে পারে।’
তিনি আরো বলেন, ‘কিছু লোক ইতিমধ্যেই আমাকে ফোন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য। এর জন্য ব্যবসায়ীদের যৌথ ব্যাঙ্ক হিসাব, বিকাশ, নগদ এবং রকেট খোলার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর এই ব্যাপারে জানানো হবে।’






মুক্তআলো২৪.কম

অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত