ঢাকা, ০২ অক্টোবর, ২০২৫ || ১৭ আশ্বিন ১৪৩২
Breaking:
বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দুর্ব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের, এনসিপির দুঃখ প্রকাশ        তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর     
২৬৮৫

প্রিবুকিং শুরু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৪   আপডেট: ১০ আগস্ট ২০১৪

স্যামসাংয়ের নতুন ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব এস বাজারে আসছে । আগস্টের প্রথম সপ্তাহ থেকে এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তবে বাজারে আসার আগেই শুক্রবার থেকে প্রযুক্তিবিশ্বের নতুন এ সংযোজনটির প্রিবুকিং শুরু হয়েছে বাংলাদেশে স্যামসাং নির্ধারিত ৫০টিরও বেশি স্টোরে। দুইটি মডেলে পাওয়া যাবে স্যামসাংয়ের নতুন এ ট্যাবটি। এর একটি ১০ দশমিক ৫ ইঞ্চি এবং অন্যটি ৮ দশমিক ৪ ইঞ্চি। ঢাকা এবং চট্টগ্রামের শীর্ষ ১০টি স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে গিয়ে দেখেও নেওয়া যাবে নতুন এ ট্যাবটি।
গ্যালাক্সি ট্যাব এস প্রিবুকিং করতে জমা দিতে হবে ৬ হাজার টাকা। ট্যাব এস ১০.৫ এবং ট্যাব এস ৮.৪ প্রতিটির জন্য প্রথম ১০০ জন একটি ফ্রি প্রিমিয়াম বুক কভার পাবেন।
এ ট্যাবে থাকছে সুপার অ্যামলয়েড ডিসপ্লে যা ট্যাবটিকে দারুণ আকর্ষণীয় করেছে। এ ছাড়াও ব্রাউজিং, গেমিং, ভিডিওর অপশন আছে। দুইটি ট্যাবেই আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিট ক্যাট, ৩ জিবি র‌্যাম। উভয় ট্যাবেই আছে দারুণ ছবি তোলার জন্য এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আরও আছে স্বজন ও বন্ধুদের সঙ্গে সেলফি তোলার জন্য ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এতে আছে ১৬জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত প্রসারিত হয়, এতে আগের চেয়ে আরও বেশি ফটো ও ভিডিও রাখা যাবে। এ ছাড়া ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি সুবিধা আছে এ ট্যাবে। এতে করে ক্রেতারা মিমো, আইআর, এলইডি এবং ইউএসবি ২.০ ওটিজি দিয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে পারেন। ট্যাব এস ১০.৫ এবং ৮.৪ এর আছে যথাক্রমে ৭,৯০০ এমএএইচ এবং ৪,৯০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘসময় ধরে অবিচ্ছিন্ন থাকতে সাহায্য করে।
বুক করার জন্য ক্রেতারা স্যামসাংয়ের ওয়েবসাইটে যেতে পারেন অথবা ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করে নিজের নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফেটি কোথায় তা জানতে পারবেন। প্রিবুকিং অফারটি জুলাই মাসের শেষ পর্যন্ত চলবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ এবং গ্যালাক্সি ট্যাব এস ৮.৪ পাওয়া যাবে যথাক্রমে ৬৩ হাজার এবং ৫৩ হাজার টাকায়।

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত