ঢাকা, ০৯ আগস্ট, ২০২৫ || ২৫ শ্রাবণ ১৪৩২
Breaking:
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের বিবৃতি      এ সপ্তাহে আরো ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে জিওপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাপার চেয়ারম্যান হলেন আনিসুল, মহাসচিব রুহুল আমিন        তারেক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল        দেশের মানুষ চায় সামনের দিনগুলো আরো ভালো হোক : তারেক রহমান     
২৭৭৫

আপনি বিখ্যাত কি না ,গুগলে যেভাবে বুঝবেন

অনলাইন

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

গুগল ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কিছুটা সচেতন হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি আইনের প্রেক্ষিতে।গুগলের এ কার্যক্রমের কৌশল ব্যবহার করে নির্ণয় করা যাবে আপনি গুগলের দৃষ্টিতে বিখ্যাত কি না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।নতুন আইন অনুযায়ী গুগলে প্রকাশিত তথ্যে যদি কারও ব্যক্তিগত বিষয় থাকে তাহলে তা গোপন করার ব্যবস্থা থাকছে। তবে এ আইনের মধ্যে একটি ফাঁক আছে। আর এ ফাঁক ব্যবহার করেই নির্ণয় করা যায় যে, আপনি গুগলের দৃষ্টিতে বিখ্যাত কি না।
এ জন্য আপনি যদি বিখ্যাত নন, এমন কোনো মানুষের নাম দিয়ে গুগলে সার্চ দেন তাহলে তা সার্চের কিছু ফলাফল গোপন করে দেবে। আর এ বিষয়টি গুগল পেজের নিচে জানিয়েও দেবে। সে ক্ষেত্রে লেখা থাকবে, ‘Some results may have been removed under data protection law in Europe. Learn more.`
কিন্তু আপনি যদি গুগলের দৃষ্টিতে বিখ্যাত হন তাহলে পেজের নিচে এ ধরনের কোনো লেখা দেখা যাবে না। সে ক্ষেত্রে গুগল আপনাকে পাবলিক ফিগার হিসেবে ধরবে। তবে এ বিষয়টি কাজ করবে ইউরোপিয়ান শীর্ষ ডোমেইনগুলোর ক্ষেত্রে (যেমন- google.co.uk)।

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত