পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
মুক্তআলো২৪.কম

পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে। হরতালের কারণে বেড়া পৌর সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ার সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির হরতালের ঘোষণা দেন।
আজ রবিবার দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে রাখা হয়। অন্যদিকে বেড়া উপজেলাকে সম্পূর্ণভাবে পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া) সঙ্গে যুক্ত করা হয়।
এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। তারা পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, অন্যায়ভাবে সাঁথিয়া উপজেলা নিয়ে আলাদা আসন করা হয়েছে এবং বেড়াকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অথচ বেড়া উপজেলার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সাঁথিয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
এ সিদ্ধান্ত জনগণের জন্য গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান তারা।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে মিলেমিশে ছিলাম। দেশের একটি গুরুত্বপূর্ণ আসন এটি। অথচ হঠাৎ করে কেন পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে পাবনা-২-এর সঙ্গে যুক্ত করা হলো তা বোধগম্য নয়। আমরা এ সিদ্ধান্ত মানি না।
অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়ায় রবিবার বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের