দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান
মুক্তআলো২৪.কম

দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে।
তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রকে সাহায্য করবে না।সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।
আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব কিছুকে সংসদমুখী করতে হবে, তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা মোটেও ভালো নয়। শ্রমিকদের মৌলিক দাবি ও অধিকার রক্ষাই হওয়া উচিত ট্রেড ইউনিয়নের মূল কাজ।
ফখরুল আরো বলেন, ‘আজকের ট্রেড ইউনিয়নগুলো আর আগের মতো সংগ্রামী নয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত রূপান্তরের কারণে শ্রমিকদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। এই বাস্তবতায় শ্রমিক আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।’
তিনি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বর্তমান অবস্থা বিশ্লেষণ করে বলেন, ‘একসময় শ্রমিক ঐক্য ছিল সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি, কিন্তু এখন তা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে।
নতুন অর্থনৈতিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রমিক সংগঠনগুলো আরো দুর্বল হয়ে পড়বে।’
গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘সব কাজ সংসদকে কেন্দ্র করে করতে হবে, না হলে গণতন্ত্র কার্যকর হবে না।’
আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা আসলেই উদারপন্থী গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা—এটা আমাদের ভুলে গেলে চলবে না।’
সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের