ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না : সালাহউদ্দিন        বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারী : তারেক রহমান     
১৬৬

দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫  

দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী

দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে : রিজভী

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, ‘পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে।
মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, গার্মেন্টসে অশান্তির চিহ্ন ও লক্ষণও দেখা যাচ্ছে—এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত আছে।’

এ সময় প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী সব কর্মকাণ্ড বা যেকোনো ধরনের মাস্টার প্ল্যান, অশুভ পরিকল্পনা থেকে থাকে, তা ব্যর্থ করতে হবে, বলে জানান তিনি।
তিনি বলেন, ‘একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এটা কি কোনো পাতানো বিষয় হচ্ছে কি না? কেন এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে?’

রিজভী বলেন, ‘বাংলাদেশ সব সময় শান্তি চায় এবং সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা দেশের ১৮ কোটি মানুষ, আমাদের ওপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে, ১৮ কোটি মানুষ কি বসে থাকবে? তারা কি আঙুল চুষবে? নিশ্চয়ই না।’






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত