ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ || ২ কার্তিক ১৪৩২
Breaking:
সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে আক্ষেপ মির্জা ফখরুলের      হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্র চলছে: ইশরাক হোসেন     
৬৪

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও ৪ বাম দল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫  

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও ৪ বাম দল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও ৪ বাম দল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন। রাজনৈতিক দলের নেতারা জাতীয় জুলাই সনদে স্বাক্ষরও করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বাম ধারার চারটি রাজনৈতিক দল এ অনুষ্ঠানে অংশ নেয়নি।

বাম দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
যদিও গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানিয়েছে দলগুলো। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না। এতে বলা হয়েছে, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপক্ষীয় দলিলে পরিণত হবে।

আগেই রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সংবলিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছিল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন দলগুলোর তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিকে প্রকারান্তরে ‘অস্বীকার’ করা হচ্ছে এই সনদে।
আদালতে প্রশ্ন করা যাবে না, এমন বিষয়ে অঙ্গীকার করে সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতারা। এই অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত আছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত