ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ || ৫ মাঘ ১৪৩২
Breaking:
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল      ৩২ আসনে ইসলামী আন্দোলনের সমর্থন পাবেন যেসব প্রার্থী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখলেন জাইমা রহমান        জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের     
৬৫

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের


জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ আশ্বাস দেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।
তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে জুলাই শহীদ পরিবারে যারা আছেন, যোদ্ধা যারা আছেন, তাদের সুযোগ-সুবিধার জন্য... মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ চালু করব।'

জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ’৭১ সালে আমরা এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জিত হয়েছে ১৯৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪-এ।’

সে জন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অধীনে আরেকটি বিভাগ করা হবে, যাদের কাজ হবে এই লোকগুলোকে (জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা) দেখভাল করা— জানান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা। এ সময় তারেক রহমান অনেক শহীদ পরিবার ও যোদ্ধার সঙ্গে কথা বলেন।
তাদের কথা শোনেন।

তারেক রহমান বলেন, ‘দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণ-অভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এ হত্যাকাণ্ডকে এককথায় গণহত্যা বলা যায়।
তিনি আরো বলেন, ‘যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিস্ট চক্র শুধু রাষ্ট্রক্ষমতা নয়; বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়। এটি ছিল দল-মত, ধর্ম-নির্বিশেষে অধিকারহারা গণতন্ত্রকামী মানুষের গণআন্দোলন।’








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত