ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
৯৪৬

কয়েছ আহমদ বকুল এর কবিতা-

`অনুমিত জান্নাত এই চোখ তোমার চোখের আশিস`

কয়েছ আহমদ বকুল

প্রকাশিত: ২৮ মে ২০১৪   আপডেট: ১২ জুন ২০১৪

কবি-কয়েছ আহমদ বকুল ।

কবি-কয়েছ আহমদ বকুল ।

পুরোহিত স্বপ্নেরা কিছু পুনঃস্থিত পরমার্থে
পরমাত্মীয় পলাশ পাতায়.........


কালক্রমে নদীও শুকায়
বৃক্ষেরা হারায় খরায় পাতার সম্ভ্রম
কবির শীতল কলম হয় শীর্ণকায়
অতঃপর জল ফেরে পাতা ফেরে
কবিতার খাতা তবু তৃষ্ণার্ত, ঢেউয়ের কাঙ্গাল
আকাল চিতায় তখন তোমার চোখের উত্থান.....

 
কবিতার উঠোনে রোদ্দুর
পুরোহিত স্বপ্নেরা ফের অক্ষর হয় বাক্য হয়
নিপুন চোখের খেলায় ভাসে ভেলা
বিন্দু বিন্দু শিশিরের মতো
অনুমিত জান্নাত এই চোখ তোমার চোখের আশিস।
===================================

 

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত