ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আজ শহীদ শেখ জামালের জন্মদিন     
১৯২৫

জুলফিকার শাহাদাৎ এর কবিতা-

`পোশাক শ্রমিক`

জুলফিকার শাহাদাৎ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ৩১ আগস্ট ২০১৪

পোশাক শ্রমিক বোন ও ভাই
জানি তোদের কণ্ঠ নাই!
তোদের শ্রমে, তোদের ঘামে
আমরা কত নাম কামাই।

তোদের গায়ের রক্ত দিয়ে
বানাই কতো দালান-ঘর
আমরা কিনি গাড়ি-বাড়ি
এবং বেড়াই রোম শহর।

তোদের পুড়ে, এবং ধ্বসে
হলো কতো লাশ-বাগান
ভাবতে বড় অবাক লাগে
এই সবই তো তোদের দান।

তোদের তো নেই ঈদ পার্বণ
নেইতো কিছুই, কী লিখি?
তোরা হলি এই সমাজের
মগজবিহীন টিকটিকি।

 

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত