জুলফিকার শাহাদাৎ এর কবিতা-

`পোশাক শ্রমিক`

জুলফিকার শাহাদাৎ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার | আপডেট: ১০:০৭ পিএম, ৩১ আগস্ট ২০১৪ রোববার

পোশাক শ্রমিক বোন ও ভাই
জানি তোদের কণ্ঠ নাই!
তোদের শ্রমে, তোদের ঘামে
আমরা কত নাম কামাই।

তোদের গায়ের রক্ত দিয়ে
বানাই কতো দালান-ঘর
আমরা কিনি গাড়ি-বাড়ি
এবং বেড়াই রোম শহর।

তোদের পুড়ে, এবং ধ্বসে
হলো কতো লাশ-বাগান
ভাবতে বড় অবাক লাগে
এই সবই তো তোদের দান।

তোদের তো নেই ঈদ পার্বণ
নেইতো কিছুই, কী লিখি?
তোরা হলি এই সমাজের
মগজবিহীন টিকটিকি।