ঢাকা, ০৮ মে, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
Breaking:
পাবনার তিন উপজেলার দুটিতে নতুন মুখ, একটিতে পুরাতন      আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার      নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক : ওবায়দুল কাদের      তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব        মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী        উপজেলা নির্বাচনে ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে : সিইসি        রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী        মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে : প্রধানমন্ত্রী     
২২৪

ইউক্রেন নিয়ে পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে : ম্যাঁক্রো

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২  

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো


ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার এ কথা বলেন।

তিনি সম্প্রচারকেন্দ্র ফ্রান্স টুকে আরো বলেন, সবার আগে পুতিনকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এরপর আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। 

তিনি বিশ্বযুদ্ধ এড়াতে চান বলেও উল্লেখ করেন।রাশিয়া ২০১৪ সালে যে ক্রিমিয়া অঞ্চল দখল করেছে তা পুনুরুদ্ধারে ইউক্রেনীয় অভিযানকে ফ্রান্স সমর্থন দেবে কিনা এ প্রশ্নের জবাবে ম্যাঁেক্র বলেন, সংঘাতের বিস্তৃতির এক পর্যায়ে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে ফিরতেই হবে। 
ইউক্রেন আর আলোচনা চাচ্ছে না এ কথা ম্যাঁেক্রাকে স্মরণ করিয়ে দেয়ার পর তিনি বলেন, আমি কোন এক পর্যায়ের কথা বলেছি। যে পর্যায়ে এটি লাগবে। এ কারনে আমি সবসময়ই চূড়ান্ত অবস্থান এড়িয়ে চলি।

তবে ম্যাঁেক্রা জানান, ইউক্রেনে রাশিয়ার একের পর এক হামলার প্রেক্ষিতে ফ্রান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহ করবে। 
তিনি বলেন, সপ্তাহান্তের শুরু থেকে যুদ্ধ নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে। প্রথমবারের মতো ইউক্রেনের সর্বত্র বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে। বিদ্যুৎ ও হিটিং সিস্টেম ধ্বংস করা হচ্ছে।

ম্যাঁক্রো বলেন, গত কয়েকদিনে রুশদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয়া।এদিকে তিনি স্বীকার করেন কিয়েভ যে পরিমাণ যুদ্ধাস্ত্র চেয়েছে তা সরবরাহ করতে ফ্রান্স ব্যর্থ।




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত