ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ || ১ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি     
৪৪২

লন্ডন থেকে ফিরেই নতুন বার্তা দিলেন সালাহউদ্দিন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫  

লন্ডন থেকে ফিরেই নতুন বার্তা দিলেন সালাহউদ্দিন

লন্ডন থেকে ফিরেই নতুন বার্তা দিলেন সালাহউদ্দিন


প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালাহউদ্দিন আহমেদ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন।

সালাহউদ্দিন বলেন, এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি।
সেজন্য অল্প কিছু সময় লাগবে। তবে, তিনি অবশ্যই আসবেন।

তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো।তবে, সেটা কিংসপার্টির মতো যেন না হয়।

এরপর সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত