ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২
Breaking:
প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ তুলে দেব : জামায়াত আমির      আগামীকাল ময়মনসিংহে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদেরকে ভোট দিয়ে কী দেশটার সর্বনাশ করবো, প্রশ্ন মির্জা ফখরুলের        স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম     
৪৪

যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদেরকে ভোট দিয়ে কী দেশটার সর্বনাশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদেরকে ভোট দিয়ে কী দেশটার সর্বনাশ করবো, প্রশ্ন মির্জা ফখরুলের

যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদেরকে ভোট দিয়ে কী দেশটার সর্বনাশ করবো, প্রশ্ন মির্জা ফখরুলের


যেই দল আমাদের দেশকে, স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের ভোট দিয়ে আমারা কি দেশটার সর্বনাশ করবো- এমনটাই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে নির্বাচনী সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং হাজার হাজার মানুষ হত্যায় জড়িত ছিল, তারাই এখন ভোট চাইছে ও দেশ পরিচালনার দাবি করছে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘হিন্দু ভাইয়েরা চুপ করে আছেন, তারা কথা বলতে ভয় পান। ভয়টা কিসের? যে আমরা সংখ্যালঘু, আমাদের কেউ অত্যাচার করলে...। আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই-আপনারা সংখ্যালঘু নন। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে দিয়েছেন, এ দেশের সংখ্যালঘু কেউ নেই। সবাই বাংলাদেশি নাগরিক। সকলের অধিকার সমান। ওই জন্য ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে, আপনাদের অনিশ্চয়তায় ফেলবে না। আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় সকলের অধিকার রক্ষা করবে। বিএনপি বাংলাদেশের অধিকার রক্ষা করবে, মা-বোন-ভাইদের অধিকার রক্ষা করবে।’
 

আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখন নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। এখন আবার নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘এটি আমার শেষ নির্বাচন। শেষ সময়ে আপনাদের কাছে এসেছি একটি সুযোগ চাইতে। আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখি না। মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা কথার ফুলঝুরি নয়, কাজে বিশ্বাস করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনাদের ছেলে প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে। দেলাওয়ার ভালো ছেলে, অল্প বয়স। আমরা কোনো পার্টির বদনাম করতে চাই না। আমরা কাজ করতে চাই।’









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত