ঢাকা, ২১ জুলাই, ২০২৫ || ৬ শ্রাবণ ১৪৩২
Breaking:
যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক      উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত জননেত্রী শেখ হাসিনার শোক      বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান      নিহত বেড়ে ১৯, আহত বেড়ে দেড় শতাধিক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিমান বিধ্বস্তে নিহতদের মৃতদেহ শনাক্তের পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে        বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে হটলাইন চালু        বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা        যেভাবে মাইলস্টোন স্কুলের ওপর আছড়ে পড়ল বিমান     
৩৯

মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: জননেত্রী শেখ হাসিনার শোক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫  

মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: জননেত্রী শেখ হাসিনার শোক

মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: জননেত্রী শেখ হাসিনার শোক


উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক, সমবেদনা, সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান।

আজ আকস্মিকভাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মর্মান্তিক এই দুর্ঘটনায় সংঘটিত হতাহতের পরিপ্রেক্ষিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় সংলগ্ন এলাকা ও তার আশেপাশে মানবিক সংকট দেখা দিয়েছে। আমি মানবিক সংকটকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য নির্দেশ দিচ্ছি। দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে উদ্ধার কাজ, চিকিৎসা, রক্তদান সহ সব ধরনের সহযোগিতা করবার জন্য আমাদের সকল নেতাকর্মী আহত নিহত এবং তাদের পরিবারের পাশে থাকবে সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আহতদের চিকিৎসার ক্ষেত্রে রক্তদান ও চিকিৎসা সেবা সুগম করতে সকলের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার শোক সবাই কাটিয়ে উঠুক। পরম করুণাময় সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত সবাইকে সেই শক্তি দান করুক এই প্রত্যাশা করি।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত