বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন
মুক্তআলো২৪.কম
মুরাদ হোসেন, বেড়া পাবনা প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগান কে সামনে রেখে বেড়ায় উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে -২০২২। ২৯ তারিখ (শনিবার) সকাল ১১ টায় বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বেড়া মডেল থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এড্যাঃএস.এম আসিফ শামস্ রঞ্জন , উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল, কল্লোল কুমার দত্ত, উপস্থিত ছিলেন, বেড়া (ভূমি) কমিশনার রিজু তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া নাগরিক কমিটি ফাউন্ডেশনের সভাপতি আল-মামুদ সরকার, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ময়ছার খান, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃসিদ্দিক হোসেন, ও বেড়া মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন বলেন, বেড়া মডেল থানা পুলিশ মাদক ও অপরাধ নিয়ন্ত্রনে বড় ভুমিকা পালন করে আসছেন।কমিউনিটি পুলিশিং হলো তৃণমূল পর্যায়ে পুলিশ ও জনগণের সেতুবন্ধন। এজন্য বলা হয় পুলিশই জনতা – জনতাই পুলিশ। তিনি বলেন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হওয়ায় দেশের মানুষ সচেতন হয়েছে, তারা যে কোনো সমস্যায় পুলিশের সরণাপন্ন হচ্ছে। এজন্য তাদের সবসময় থানায় আসতে হচ্ছে না বিট পুলিশিং এর মাধ্যমে তারা সেবা গ্রহন করতে পারছে। অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত বলেন, থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।
মুক্তআলো২৪.কম
- কিরণ ব্যাপারীর কাছে জিম্মি বেড়ার সাধারণ মানুষ
- নৌকা আমাদের বিজয়ের প্রতীক:এ্যাড.শামসুল হক টুকু
- সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- অগ্নিকাণ্ড বেড়া পাওয়ার প্লান্টে, ১টি ইঞ্জিন পুড়ে ছাই !
- পাবনা জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
- হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়
- উড়াল গতিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন:এ্যাড. শামসুল হক টুকু
- এ্যাড. শামসুল হক টুকু এমপি`র সহধর্মিনী’র জানাজা নামাজ সম্পূর্ণ
- পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে
- ‘সরিষাপাড়া গ্রামে উঠান বৈঠকেএ্যাড.শামসুল হক টুকু এমপি’
- পাবনায় আরো ৩ যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়
- পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে
- পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়
- জামায়াতের প্রচার সম্পাদক গ্রেফতার পাবনা জেলার
- অবশেষে সূচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হলো




























































