ঢাকা, ০২ অক্টোবর, ২০২৩ || ১৬ আশ্বিন ১৪৩০
Breaking:
সমন্বয় ও সক্ষমতা তৈরি ছাড়া সাইবার জগৎকে নিরাপদ করা যাবে না : আইসিটি প্রতিমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘৬ মাসের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করার আশ্বাস মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর’        আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণ        খালেদা জিয়াকে জেলে গিয়ে স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে : আইন মন্ত্রণালয়        সংবিধান অনুযায়ী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের        প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ     
৩৭৮

বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  


মুরাদ হোসেন, বেড়া পাবনা প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগান কে সামনে রেখে বেড়ায় উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে -২০২২। ২৯ তারিখ (শনিবার) সকাল ১১ টায় বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বেড়া মডেল থানা চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এড্যাঃএস.এম আসিফ শামস্ রঞ্জন , উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল, কল্লোল কুমার দত্ত, উপস্থিত ছিলেন, বেড়া (ভূমি) কমিশনার রিজু তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া নাগরিক কমিটি ফাউন্ডেশনের সভাপতি আল-মামুদ সরকার, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ময়ছার খান, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃসিদ্দিক হোসেন, ও বেড়া মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন বলেন, বেড়া মডেল থানা পুলিশ মাদক ও অপরাধ নিয়ন্ত্রনে বড় ভুমিকা পালন করে আসছেন।কমিউনিটি পুলিশিং হলো তৃণমূল পর্যায়ে পুলিশ ও জনগণের সেতুবন্ধন। এজন্য বলা হয় পুলিশই জনতা – জনতাই পুলিশ। তিনি বলেন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হওয়ায় দেশের মানুষ সচেতন হয়েছে, তারা যে কোনো সমস্যায় পুলিশের সরণাপন্ন হচ্ছে। এজন্য তাদের সবসময় থানায় আসতে হচ্ছে না বিট পুলিশিং এর মাধ্যমে তারা সেবা গ্রহন করতে পারছে। অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত বলেন, থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত