ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ || ২৭ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
জাতির উদ্দেশে ভাষণে সিইসি জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন নুর        তফসিল ঘোষণার পর সারা দেশে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট        আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসছেন : মির্জা ফখরুল     
১৮৪

বিদেশ থেকে কিছু আঁতেল রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ আগস্ট ২০২৫  

বিদেশ থেকে কিছু আঁতেল এসে রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় : হাফিজ

বিদেশ থেকে কিছু আঁতেল এসে রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় : হাফিজ


বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিশ্বে অনির্বাচিত কারো দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই।’

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংস্কার একটাই হওয়া উচিত, তা হলো তত্ত্বাবধায়ক সরকার।সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দীন তালুকদারের সভাপতিত্বে প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সভাপতি আমিনুল হক, আইইবি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম রিজু, সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান প্রমুখ উপস্থিত ছিলেন।








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত