ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২
Breaking:
আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক        বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক        খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায়     
৪৪৯১

পাঁচবিবি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী মির শহীদ মণ্ডলের ছেলে মুন্না

জেলা প্রতিনিধি-রায়ান নূর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নির্বাচনের পর জয়পুরহাটে এখন উপজেলা নির্বাচনের আমেজ ৷  জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলায় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচন জয়পুরহাটে ব্যাপক সাড়া না ফেলালেও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছ ৷ এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতাও বেড়েছে ৷ জয়পুরহাটে পাঁচটি উপজেলায় চলছে মনোনয়ন প্রত্যাশীদের জনসংযোগ ৷ দীর্ঘদিন পর গত এক দশক ধরে জয়পুরহাটে আওয়ামীগের ভিত ক্রমেই শক্ত হয়েছে ৷ একাদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনই এখন আওয়ামীলীগের দখলে ৷ এরপর উপজেলা নির্বাচন তাই নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে ৷ হেভিওয়েট প্রার্থীরা উপজেলা নির্বাচনেও তাদের সক্ষমতা দেখাবে তৃণমূল আওয়ামীলীগে চলছে এমনই গুঞ্জন ৷  

জয়পুরহাট আওয়ামীলীগে একসময় মাঠকাপানো ব্যক্তি মির শহীদ মণ্ডল ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বায়ান্নর ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কৃষক নেতা ৷ এতদিন তার পরিবার আলোচনার বাইরে ছিল ৷ হঠাৎ করে তাঁর বড় ছেলে পাঁচবিবি উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয় ৷

বর্তমানে জয়পুরহাট উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপির কোন প্রার্থী আপাতত দেখা না গেলেও আ.লীগের রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।

মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাটের একজন হেভিওয়েট নেতা ৷ 

প্রখ্যাত নেতা মির শহীদ মণ্ডলের সুখ্যাতি তিনি ধরে রাখবেন এমন প্রত্যাশা ত্যাগী নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ৷ মুনিরুল শহীদ মুন্না ইতোমধ্যেই জনসংযোগ শুরু করেছেন পাঁচবিবির প্রত্যন্ত অঞ্চলে ৷ 

তিনি জনসংযোগ ও নেতা কর্মীদের সংগঠিত করছেন ধরঞ্জি,বাগজানা,ফিচকা,সালাইপুর,পাটাবকা মধ্যপাড়া,কুসম্বা ও বটতলী বাজার সহ নানা জায়গায় ৷ পাঁচবিবি উপজেলায় চলছে এখন নির্বাচনী আমেজ ৷ তিনি মনে করেন সরকার তার ঐতিহ্যবাহী পরিবারের সততা, সুনাম ও দক্ষতা দেখে তাকেই চূড়ান্ত মনোনয়ন দেবেন, এমনই প্রত্যাশা তার ও এলাকাবাসীর ৷

 

মুক্তআলো২৪.কম/১৫ জানুয়ারি২০১৯/রায়ান নূর

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত