ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি      ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে        মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা        যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা     
৪২৩১

পদবি পাল্টাতে রাজি নন রানি বিয়ের পরও!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০১৪   আপডেট: ৩ জুলাই ২০১৪

রানি মুখার্জি।

রানি মুখার্জি।

আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি এপ্রিলে চুপিচুপি। কিন্তু বয়ের পরেই নিজের পদবি পাল্টাতে রাজি নন এই অভিনেত্রী। রানি জানিয়েছেন, ‘আমি আমার নাম ভালোবাসি আর আমি সেটাই রাখব। ছবির কারণে সকলে আমায় রানি মুখার্জী হিসেবেই চেনে আর তারা সেই নামেই আমাকে আগামী দিনেই চিনবে। আমি যখন আমার সন্তানদের স্কুলে ভর্তি করতে যাব তখন পদবি বদল করব। কিন্তু আমার ভক্তদের জন্য আমি চিরকাল রানি মুখার্জিই থাকব।’ একটা সময় ছিল বাঙালিরাই ছিলেন বলিউডের মাথা। রানির পরিবারও বরাবরই ছবির জগতের সঙ্গে বলা ভালো বলিউডের সঙ্গে যুক্ত। সে কারণেই বোধহয় বলিউডে নিজের বাঙালি আধিপত্য ছাড়তে নারাজ রানি। আপাতত রানি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘মরদানি’র শুটিংয়ে। এই ছবিতে রানিকে দেখা যাবে এক নারী পুলিশের চরিত্রে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ আগস্ট। বিয়ের পর এটাই রানির প্রথম ছবি।

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত