নির্বাচন প্রক্রিয়া ভোটারবান্ধব করার আহ্বান বিএনপির
মুক্তআলো২৪.কম
নির্বাচন প্রক্রিয়া ভোটারবান্ধব করার আহ্বান বিএনপির
নির্বাচন প্রক্রিয়াকে ভোটারবান্ধব ও সহজতর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চাই, দেশের অধিকাংশ ভোটার ভোট দিক। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি।সহজতর করি, যাতে অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারেন, এ আহ্বান নির্বাচন কমিশনের প্রতি আমরা জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন।’
ভোটার স্লিপে নির্বাচনী প্রার্থীর মার্কা, ছবি বা দলের নাম না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন বলে তিনি আরো বলেন, ‘একটা ভোটার স্লিপ পেলে ভোটার নিজেই কোন প্রার্থীকে বেছে নেবেন, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। সুতরাং প্রার্থীর মার্কা বা ছবি যেকোনো একটা ভোটার স্লিপে থাকলে ভোট প্রদান একজন ভোটারের জন্য আরো সহজ হয়ে যাবে।
আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করে দেখতে বলেছি, কেননা চাইলে তারা নিজেরাই এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারেন। এতে একজন ভোটারের ভোটদান প্রক্রিয়া সহজ হবে।’
তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সে জন্য আমরা বলেছি যেসব নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকে শুধু তাদের মার্কা দিয়ে বা নাম দিয়ে যেন পোস্টাল ব্যালট হয়।
সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। সব মার্কা সংযোজন করে পোস্টাল ব্যালট বানিয়ে দেশের সব নির্বাচনী আসনে তো পাঠানো হচ্ছে না, তাই সেই একই ব্যালট প্রতিটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য স্পষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, সেটা তারা গ্রহণ করবেন। যেহেতু বিষয়টি যৌক্তিক।’
তিনি বলেন, ‘আজকের আলোচনায় দু-একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে।নির্বাচন কমিশন আমাদের বিষয়গুলো বিবেচনা করবে বলে জানিয়েছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক সফর বা নির্বাচনের প্রচারণার উদ্দেশ্য না থাকার পরেও নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন এবং সেই সফরটা ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল।
তিনি বলেন, ‘এখানে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটেনি, কেননা নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে সফরটি স্থগিত করা হয়েছে। বরং এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা যে ভিন্ন ভিন্ন বক্তব্য বা অসত্য বিবৃতি দিচ্ছেন, তাতেই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে।’
এ ধরনের ব্যত্যয় চিহ্নিত করে নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠকে বসে।
প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































