ঢাকা, ০১ আগস্ট, ২০২৫ || ১৬ শ্রাবণ ১৪৩২
Breaking:
৩৯ আসনের সীমানায় পরিবর্তন, খসড়া চূড়ান্ত      নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে : মঈন খান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বর্তমান শাসকগোষ্ঠী জনগণ ও ব্যবসায়ীদের জন্য নয় : আমীর খসরু        এখন বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল     
২৮৫

দিল্লিতে বৈঠকে বসবেন বিজিবি ও বিসিএফ প্রধান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫  

দিল্লিতে বৈঠকে বসবেন বিজিবি ও বিসিএফ প্রধান

দিল্লিতে বৈঠকে বসবেন বিজিবি ও বিসিএফ প্রধান


ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো দুই সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে এ বৈঠক হতে যাচ্ছে।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

বিজিবি প্রধানের সফরের আগে আগামী ১০-১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে ভারত সফর করবেন বলেও আশা করা হচ্ছে।
এ সময় ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে জ্বালানি সংযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। 

গত অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়।
 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত