ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি      ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে        মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা        যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা     
২৭৬৯

দোলন মাহমুদ এর কবিতা-

`জীবনের বিচিত্রতা`

দোলন মাহমুদ

প্রকাশিত: ২৮ মে ২০১৪   আপডেট: ১১ জুন ২০১৪

কবি-দোলন মাহমুদ

কবি-দোলন মাহমুদ

ঐ চোখে আমি তাকাতে চাই না
দিতে চাই না দৃষ্টি,
অবুঝ বালকের মত, করে দিতে পারি,
এক মহান প্রেমের সৃষ্টি।


আমার সুপ্ত সূধার ক্ষুধা
হয়ত হবেনা তৃপ্ত,
তবুও তুমি জ্বালিয়ে যেও
তোমার হৃদয়ও দীপ্ত।।


আমার স্বপ্ন নতুন সূরে
নতুন বুনবে গান,
নতুন প্রাণে আলো জ্বালবে
ছড়ায়ে স্নীগ্ধতার ঘ্রান।


চোক্ষে তোমার রঙিন তৃষা
স্বপ্ন রাশি রাশি,
গোলেমেলে সব হারাচ্ছো
সময় করে বাঁসি।


আমার আমি আমার ছিলাম
আমার আমি থাকব,
আমার স্বপ্ন জীবিত রবে
সঙ্গী হয়ে কাব্য।।

===============
০৩/০১/২০১৪ ইং,
প্যারিস, ফ্রান্স।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত