দোলন মাহমুদ এর কবিতা-

`জীবনের বিচিত্রতা`

দোলন মাহমুদ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৫:০২ এএম, ২৮ মে ২০১৪ বুধবার | আপডেট: ১১:৪১ পিএম, ১১ জুন ২০১৪ বুধবার

কবি-দোলন মাহমুদ

কবি-দোলন মাহমুদ

ঐ চোখে আমি তাকাতে চাই না
দিতে চাই না দৃষ্টি,
অবুঝ বালকের মত, করে দিতে পারি,
এক মহান প্রেমের সৃষ্টি।


আমার সুপ্ত সূধার ক্ষুধা
হয়ত হবেনা তৃপ্ত,
তবুও তুমি জ্বালিয়ে যেও
তোমার হৃদয়ও দীপ্ত।।


আমার স্বপ্ন নতুন সূরে
নতুন বুনবে গান,
নতুন প্রাণে আলো জ্বালবে
ছড়ায়ে স্নীগ্ধতার ঘ্রান।


চোক্ষে তোমার রঙিন তৃষা
স্বপ্ন রাশি রাশি,
গোলেমেলে সব হারাচ্ছো
সময় করে বাঁসি।


আমার আমি আমার ছিলাম
আমার আমি থাকব,
আমার স্বপ্ন জীবিত রবে
সঙ্গী হয়ে কাব্য।।

===============
০৩/০১/২০১৪ ইং,
প্যারিস, ফ্রান্স।