ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ || ২ পৌষ ১৪৩২
Breaking:
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’      আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা      জাতির উদ্দেশে ভাষণে সিইসি জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস     
২৫২

ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ জুন ২০২৫  

ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী


ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধ করে দিলেও 'শত্রুতা স্থগিত করার জন্য' কোনো আনুষ্ঠানিক চুক্তিতে সই করেনি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা জানিয়েছেন।

খাতিবজাদেহ বলেন, 'জায়নিস্ট সরকারের সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। যা ঘটেছে তা হলো, ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধ করা। একই সঙ্গে ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও আর কোনো আক্রমণ চালাবে না।'

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান।

২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত