ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ || ৩০ কার্তিক ১৪৩২
Breaking:
উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না’        জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী     
৩১

অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় : আমীর খসরু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫  

অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় : আমীর খসরু

অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় : আমীর খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যত সমস্যা পুঞ্জীভূত হয়েছে তা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সংসদে সমাধান করা সম্ভব। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

এ সময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার।
এর বাইরে ছোটখাটো অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। 

আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া গেলে যতে সমস্যা এখন রয়েছে তার সমাধান হবে। 

তিনি বলেন, আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর। 

এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত