ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
১৩৬৮

বিবিসি বাংলার প্রতিবেদন

হামাসের সমর্থন আইসিসিতে যোগ দেয়ার উদ্যোগে

অনলাইন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৪   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে হামাস নেতা খালেদ মেশাল

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে হামাস নেতা খালেদ মেশাল

অনুষ্ঠানিক অঙ্গীকার করেছে হামাস আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হবার জন্য জন্য ফিলিস্তিনি আবেদনে সমর্থন দেবার  - যার পরিণামে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের পথ খুলে যেতে পারে।এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা অবিলম্বে আবার শুরু করে সেখানে রক্তপাত ও প্রাণহানি ঠেকানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ।কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে এক বৈঠকের পর মি আব্বাস এ আহ্বান জানান।এর কিছু পরই মিশরও - ইসরায়েল ও হামাস - এই উভয় পক্ষের প্রতিই পরোক্ষ আলোচনা আবার শুরুর আহ্বান জানায়।আজও গাজায়ি ইসরায়েলি বিমান হামলায় দুটি শিশু সহ একই পরিবারের পাচ জন লোক নিহত হয়।
কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকের পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘এই মূহুর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তপাত বন্ধ করা এবং যা থেকে এই রক্তপাতের সূচনা হচ্ছে তা বন্ধ করা।’তিনি বলেন, এই লড়াইটা বন্ধ হলেই গাযায় জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ তৎপরতা শুরু হতে পারে। এর পর ফিলিস্তিনি আর ইজরায়েলিদের মধ্যে আলোচনার টেবিলে আলোচনা শুরু হতে পারে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসতে যোগ দেয়ার যে ফিলিস্তিনি উদ্যোগ নেয়া হয়েছে, হামাস তা সমর্থন করবে বলে অঙ্গীকার করেছে। উর্ধ্বতন হামাস কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আইসিসিতে যোগদেয়ার এক প্রস্তাব সমর্থনের অঙ্গীকারে তারা সই করেছেন।
যদি এ খবর সত্য হয়ে থাকে, আইসিসিতে যোগ দেয়ার প্রশ্নে সব ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐকমত্যে প্রতিষ্ঠা হয়েছে বলে ধরে নেয়া যেতে পারে।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর আগে বলেছিলেন যে আইসিসিতে যোগ দেয়ার আবেদন করার আগে তিনি এ ব্যাপারে সবার পূর্ণ সমর্থন চান।
সংবাদদাতারা বলছেন, ফিলিস্তিনিরা আইসিসিতে যোগ দেয়ার আবেদন করলে তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, উভয়কেই ক্ষুব্ধ করবে। এই দু্টি দেশের কোনটিই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়।

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত