সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে নো মাস্ক, নো সার্ভিস
মুক্তআলো২৪.কম

সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে 'নো মাস্ক, নো সার্ভিস' ক্যাম্পেইন শুরু হলো। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (ডা.) জুলফিকার আহমেদ আমিন।
তিনি বলেন, ‘এই মুহুর্তে মাস্ক ছাড়া আমাদের বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার অপরিহার্য। মাস্ক ছাড়া কেউ সেবা নিতে আসলে তাকে সেবা দেয়া হবে না। মাস্ক ব্যবহারে আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে উদ্ভুদ্ধ হতে হবে’।
এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করেন তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’।
এই ক্যাম্পেইন আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ ডাঃ শেখ মোঃ নুর-ই-আলম ডিউ ও সহকারী পরিচালক (হাসপাতাল) ডাঃ পবিত্র কুমার দেবনাথ। সকালে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সুচিন্তা স্টুডেন্ট উইং’র কর্মীরা হাসপাতালে বহি: বিভাগে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
মুক্তআলো২৪.কম
- সময় আর সহিষ্ণুতা,সেক্স
- আপনার একাকীত্ব কাটিয়ে তুলুন কিছু উপায়ে
- সেক্স কি মুক্তি দেবে মাইগ্রেনের যন্ত্রণা থেকে ?
- এই হাতটির ছবি দেখে আমাকে অবশ করে দিয়েছে : ডা.নুজহাত চৌধুরী
- সঙ্গী চিনুন চুম্বনের ধরন দেখে
- নরম কাপড় চাই গরমে
- বিবাহিত জীবন কি সুখের হয় বিবসনা হয়ে ঘুমালে?
- চিরযৌবনা রূপসী শ্রীদেবীর রূপের গোপন রহস্য !
- ছেলেদের কাছে কিছু রোমান্টিক বিষয় যা মেয়েদের কাছে `অদ্ভুত`
- সোশাল মিডিয়ায় নিজের অবস্থানকে সুদৃঢ় করুন কিছু উপায় জেনে।
- সস্ত্রীক ও পুত্রসহ করোনামুক্ত হলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
- বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা বাড়ে আলোতে রাত কাটালে
- ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরের যেসব ক্ষতি হতে পারে
- ঘুম কম হলে যে কারন গুলো মারাত্মক সমস্যা হয়
- মেয়েরা বেশি আসক্ত সেক্সটিংয়ে এবং অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেন