ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
৬২৯

বীকন এর সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

বিশ্ব হেপাটাইটিস ২০২২ উপলক্ষ্যে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের আয়োজন করে

বিশ্ব হেপাটাইটিস ২০২২ উপলক্ষ্যে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের আয়োজন করে


আজ (১০ আগস্ট) বিশ্ব হেপাটাইটিস ২০২২ উপলক্ষ্যে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের আয়োজন করে। 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। 

বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ এবাদুল করিম এমপি  প্রতিষ্ঠানটিকে শতভাগ হেপাটাইটিস মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্যে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশন এর আয়োজন করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের উদ্যোগটির প্রশংসা করে বলেন, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে হেপাটাইটিস বি স্ক্রিনিং, ভ্যাক্সিনেশন ও জনসচেতনতার  আয়োজন করলে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি মুক্ত বাংলাদেশ গড়ার কাজটি অনেক এগিয়ে যাবে। 

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওনকোলজি, বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ারের ইভিপি জনাব এস এম মাহমুদুল হক পল্লব, ইভিপি এইচআর এন্ড এডমিন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, মেডিকেয়ার গ্রুপের পরিচালক জনাব মঞ্জুরুল আলম সহ অন্যান্যরা।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত