ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ || ২৯ শ্রাবণ ১৪৩২
Breaking:
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চিকিৎসার জন্য ব্যাংককের যাচ্ছেন মির্জা ফখরুল        ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী     
২২৪

রাষ্ট্রপতির সাথে ঘানার হাইকমিশনারের বিদায়ি সাক্ষাৎ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪  

রাষ্ট্রপতির সাথে ঘানার হাইকমিশনারের বিদায়ি সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে ঘানার হাইকমিশনারের বিদায়ি সাক্ষাৎ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে বিদায়ি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ঘানার বিদায়ি হাইকমিশনারকে ধন্যবাদ জানান। 

বাংলাদেশ ঘানার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরো বিস্তৃত হবে। 

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে এবং এ সকল খাতে দু’দেশ একযোগে কাজ করতে পারে যাতে দু’দেশই লাভবান হতে পারে।

রাষ্ট্র প্রধান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। 

ঘানার বিদায়ি হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানান।

হাইকমিশনার বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। 

তিনি বলেন, ঘানা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত