ঢাকা, ০৬ ডিসেম্বর, ২০২৫ || ২১ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
কোনো ফ্যাসিবাদকে আর বরদাশত করা হবে না: জামায়াত আমির      ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে রাশিয়া: পুতিন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ        খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা : মির্জা ফখরুল        এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান     
২৩২৩

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনে ৭ মার্চের ভাষণ আনন্দ উৎসব

মোঃসরোয়ার জাহান

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৭   আপডেট: ১২ নভেম্বর ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ) হিসেবে স্বীকৃতি অর্জন করার ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট ‘৭ মার্চ উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক সর্বজন শ্রদ্ধেয় এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ কমিটির উদ্যোগে আগামী সোমবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ চত্বরসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যানে ‘আনন্দ উৎসব ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুজ্জামান।

৭ মার্চের ঐতিহাসিক জনসভার অন্যতম সংগঠক জননেতা তোফায়েল আহমেদ প্রধান অতিথি থাকবেন।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, কণ্ঠশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সঙ্গীত এবং আবৃত্তিশিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করবেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবন ও শাসনকাল নিয়ে আলোচনা করবেন। পরে শোভাযাত্রাসহকারে বিশিষ্ট ব্যক্তিবর্গ সোহরাওয়ার্দী উদ্যোনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পাঞ্জলী অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করবেন এবং আবার শাহবাগস্থ মঞ্চে ফিরে এসে ফানুস উড়াবেন।
উৎসবে আরো থাকবে ৭ মার্চের ভাষণের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত