ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
১৩২৬

বন্দুকধারীর গুলিতে নিহত ১ নেদারল্যান্ডসে ট্রামে,আহত অনেকে

অনলাইন ডেক্স

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  


নেদারল্যান্ডসের একটি শহরে ট্রামে প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত ও অনেকে আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।

ডাচ শহর আটরেচে পশ্চিমে স্টেশনের কাছে একটি ট্রামে বন্দুকধারী এই গুলি চালায়। ঘটনার পর ট্রাম স্টেশনের কাছে একটি স্কয়ার ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনার পর একটি গাড়িতে করে পালিয়ে গেছে সন্দেহভাজন বন্দুকধারী।

এ ঘটনার সম্ভাব্য সন্ত্রাসীর উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের না হওয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় সময় পৌনে ১১টায় শহরের ২৪ অক্টোবর স্টেশনের কাছে গুলির ঘটনা ঘটে। জানা গেছে, বেশি বড় শহর না হলেও একটি সিটি সেন্টার আছে এবং একটি বিশ্ববিদ্যালয় আছে এই শহরে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতে বলেছেন, গুলির ঘটনার পর সরকার জরুরি বৈঠকে বসেছে।

 

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত