ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১৯২২

ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড বাণিজ্য মেলায় সরাসরি অংশ নিতে পারবে বাংলাদেশ

ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`

প্রকাশিত: ১০ জুন ২০১৪   আপডেট: ২০ জুন ২০১৪

কোন ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ফ্রান্সে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশের তৈরী পোষাক রপ্তানী কারকরা। এর ফলে সরাসরি উপকৃত হবেন রপ্তানীকারকরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ল্য বুর্জে এলাকায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে চারদিন ব্যাপী টেক্স ওয়ার্ল্ড বানিজ্য মেলা। মেসি ফ্রাঙ্কফুর্ট নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে ল্য বুর্জে নামক স্থানে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টেক্সওয়ার্ল্ড নামের এ মেলাটি চলবে। এবার বানিজ্য মেলায় তৈরী পোষাক রপ্তানীর সঙ্গে জড়িত বিভিন্ন দেশ অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের তৈরী পোষাক উৎপাদনকারী আটশ‘র বেশী প্রতিষ্ঠান আন্তর্র্জাতিক এ বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। এ মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, মৌরিতানিয়া, মিশর, তুরস্ক, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, হল্যান্ড, জার্মানী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক ফ্রান্স সহ প্রায় অর্ধশত দেশের তৈরী পোষাক উৎপাদনকারী ও বিপননকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিবে। তবে মেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি কোন উদ্যোগ না নেয়ায় এবারও বাংলাদেশী বিভিন্ন তৈরী পোষাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহনের সম্ভাবনা আশাব্যঞ্জক হবে না বলে ধারনা করা হচ্ছে। প্রাপ্ত তথ্যমতে, এ বছরের ১৭ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত আয়োজিত মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো অনেক কম। সে মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠান না আসার কারন হিসেবে জানা যায় অংশগ্রহনের জন্য স্টল বাবদ অতিরিক্ত ভাড়া দিতে হয়। এ বিষয়ে ফ্রান্সস্থ বাংলাদেশ দুতাবাসের কনস্যুলার (বানিজ্য) ফিরোজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্র্জাতিক বানিজ্য মেলার বার্ষিক পঞ্জিকায় ল্য বুর্জের এ মেলার নামটি অন্তভূক্ত করা হয়নি। এ কারনে মেলাতে সরকারী কোন সহায়তা পাওয়া যায় না। এ মেলায় ১২ বর্গমিটার আয়তনের একটি স্টলের ভাড়া আনুমানিক সাত হাজার ইউরোর কাছাকাছি হতে পারে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর তালিকাভুক্ত হলে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়ার অর্ধেক দিতে হয়। মেলাটি ইপিবি‘র ক্যালেন্ডারে না থাকায় অংশগ্রহণকারীরা সে সুযোগ পায় না। এ কারনেই এ মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠানের সংখ্যা কম। সুত্র মতে, গত ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠানের নামে বিভিন্ন পাকিস্তানী মালিকানাধীল প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নিতে চাইলে সরাসরি মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তালিকাভূক্ত হতে পারবেন। মেলায় সরাসরি অংশগ্রহণের জন্য টেক্সওয়ার্ল্ড এর ওয়েব সাইটে গিয়ে তথ্য ফরম পুরণ করা যাবে। জানা যায়, ইউরোপের বাজারে ব্যাপকভাবে তৈরী পোষাক আমদানীর জন্য এ মেলার আয়োজন করা হয়। ফ্রান্সের মতো একটি দেশে তৈরী পোষাক শিল্পের বিকাশের জন্য এ মেলার আয়োজন করা হয়। এ মেলাকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। এ মেলায় মুলত সুতী জাতীয় পণ্যের বেশী সমাহার হয়। এ ছাড়া ডেনিম, লিভাইস সহ বিভিন্ন নামকরা তৈরী পোষাক উৎপানকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। প্রতিবছর দুইবার মেলার আয়োজন করা হয়। প্রসঙ্গত, ২০০২ সালে মেসি ফ্রাঙ্কফুর্ট সামের প্রতিষ্ঠানটি ফ্রান্সে তৈরী পোষাকের আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। প্রতিবছর দুই বার এ মেলা অনুষ্ঠিত হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে ২০১২ সালের সেপ্টেম্বরে ১৯৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিলেও ২০১৩ সালে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পায়। এ বছর সে সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এ বছরের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ৩৩ তম মেলায় বিশ্বের ২৭ টি দেশের ৮০০‘র বেশী তৈরী পোষাক উৎপাদরকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

আরো জানতে নিচের লিংক ভিজিট করুন-
https://texworld-fr.messefrankfurt.com/paris/en/visitors/welcome.html

 
আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত