ঢাকা, ০৩ আগস্ট, ২০২৫ || ১৯ শ্রাবণ ১৪৩২
Breaking:
অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর, ছাড় পাবেন যারা      ‘একাত্তরে যারা স্বাধীনতা মানেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক        নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল        প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে : তারেক রহমান     
৬১

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫  

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর, ছাড় পাবেন যারা

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর, ছাড় পাবেন যারা


নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণির সব করদাতাদের জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য এই আদেশ জারি করেছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
 
তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
 
যদি যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত কোনো সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের মাধ্যমে তারা কাগজভিত্তিক রিটার্ন দাখিল করতে পারবেন।









মুক্তআলো২৪.কম

 
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত