ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৫৫২

পানির ফোঁটায় স্মার্টফোন চার্জ হবে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৪   আপডেট: ২৩ জুলাই ২০১৪

আগামী দিনে এমনই হতে চলেছে।বাতাসের আর্দ্রতার সাহায্যে স্মার্টফোন বা আইপ্যাড চার্জ দেওয়া যাবে তবে আপনি সে কথা হয়তো একেবারেই মেনে নেবেন না। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, উচ্চস্তরের রিপেলিং সার্ফেসে যে পানির ফোঁটা পড়ে তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই বিদ্যুতের সাহায্যে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে।গত বছরে গবেষকরা জানতে পেরেছিলেন জলের ফোঁটা যখন সুপারহাইড্রোফোবিক সার্ফেসে এসে পড়ে তখন এই প্রক্রিয়া থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয়। এবার এই গবেষকদল তাঁদের গবেষণায় দেখেছেন এই প্রক্রিয়ায় সামান্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যায় যার ব্যবহার ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে। এই প্রক্রিয়ায় মাধ্যমে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ দেওয়া ছাড়াও শুদ্ধ পানিও বের করা যেতে পারে।

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত