পানির ফোঁটায় স্মার্টফোন চার্জ হবে!

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০১:৫৮ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩০ পিএম, ২৩ জুলাই ২০১৪ বুধবার

আগামী দিনে এমনই হতে চলেছে।বাতাসের আর্দ্রতার সাহায্যে স্মার্টফোন বা আইপ্যাড চার্জ দেওয়া যাবে তবে আপনি সে কথা হয়তো একেবারেই মেনে নেবেন না। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, উচ্চস্তরের রিপেলিং সার্ফেসে যে পানির ফোঁটা পড়ে তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই বিদ্যুতের সাহায্যে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে।গত বছরে গবেষকরা জানতে পেরেছিলেন জলের ফোঁটা যখন সুপারহাইড্রোফোবিক সার্ফেসে এসে পড়ে তখন এই প্রক্রিয়া থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয়। এবার এই গবেষকদল তাঁদের গবেষণায় দেখেছেন এই প্রক্রিয়ায় সামান্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যায় যার ব্যবহার ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ করা যেতে পারে। এই প্রক্রিয়ায় মাধ্যমে ইলেক্ট্রনিক উপকরণকে চার্জ দেওয়া ছাড়াও শুদ্ধ পানিও বের করা যেতে পারে।