দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা
মুক্তআলো২৪.কম

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে, যা মাজার বা মন্দিরের মতো উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তিনি সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ধর্মীয় স্থাপনায় হামলা করে বা অপবিত্র করতে চায়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা কেবল অপরাধী।
পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে খালিদ হোসেন বলেন, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সাহায্য করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা এ ব্যাপারে তৎপর রয়েছে।
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সহায়তা পাওয়া যায়। তিনি স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজায় সম্পৃক্ত করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধ করেন, তার দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, বাংলাদেশ সবার প্রথম এবং শেষ ঠিকানা। সাম্প্রদায়িক বিভেদ যারা তৈরি করে, তাদের মানবিকতা বোধ থাকে না। একজন মানুষের ধর্মীয় পরিচয় জানার চেয়ে তার মানবিক পরিচয় জানাটা বেশি জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করবে।
মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ মন্দিরের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী