ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি : রিপোর্ট
মুক্তআলো২৪.কম

জার্মানি ইউক্রেনকে লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহ করবে। রুশ সৈন্যদের প্রতিহত করতে কিয়েভের অনুরোধে অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য বার্লিনের ওপর কয়েক মাসের জোরালো চাপের পর এমন প্রতিবেদন প্রকাশ পেল। মঙ্গলবার জাতীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জার্মান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বার্লিন জার্মানির তৈরি শক্তিশালী ট্যাঙ্কের মজুদ থেকে মিত্র দেশগুলোকে তা পাঠানোর অনুমতি দেবে।
ওয়াশিংটন এখন ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক আব্রামস এম-১ ট্যাঙ্ক পাঠানোর দিকে ঝুঁকছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এমন কথা জানানোর পর প্রতিবেদনগুলো প্রকাশ করা হলো। সম্ভাবত এই সপ্তাহেই এ ব্যাপারে একটি ঘোষণা আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘রোলিং নিউজ চ্যানেল এনটিভি’ জানায়, জার্মানি একটি কোম্পানিকে লিওপার্ড-২ এ-৬ ট্যাঙ্ক হস্তান্তর করবে।
জার্মান সশস্ত্র বাহিনীতে একটি কোম্পানি ১৪টি ট্যাঙ্ক নিয়ে গঠিত।
পৃথকভাবে ‘স্পাইগেল অনলাইন বলেছে, ট্যাঙ্কগুলো বুন্দেসওয়েরের নিজস্ব মজুদ থেকে আসলেও অন্যান্য সরবরাহ গুলো শিল্পের মজুদ থেকে আসতে পারে।
এ ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে চ্যান্সেলর ওলাফ স্কোলজের একজন মুখপাত্র এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
এর আগে মঙ্গলবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, তিনি ইউক্রেনীয় বাহিনীকে ট্যাঙ্ক ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ শুরু করতে মিত্রদের উৎসাহিত করেন।
ওই সময় তিনি বলেছিলেন, তাদের সরবরাহের সবুজ সংকেত দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা না হলেও এ ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ইউক্রেন ও তার মিত্ররা বিগত কয়েক সপ্তাহ ধরেই জার্মানিকে লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করে আসলেও গত সপ্তাহে জার্মানিতে কিয়েভের মিত্রদের মার্কিন নেতৃত্বাধীন বৈঠকে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
গত সপ্তাহে চ্যান্সেলর ওলাফ স্কোলজ আবারো জোর দিয়ে বলেছিলেন যে, জার্মানি কেবলমাত্র একা ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাতে যাবে না।
যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন আইনপ্রণেতা গত সপ্তাহে এএফপি’কে জানান, স্কোলজ মার্কিন কংগ্রেসম্যানদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে ট্যাঙ্ক পাঠালে জার্মানিও দেশটিতে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করবে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- মোদি সরকার কেমন হবে
- আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি