ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ || ১ ভাদ্র ১৪৩২
Breaking:
বাংলাদেশকে একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে: রিজভী      জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন : চুন্নু     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ট্রাম্প-পুতিনের বৈঠককে খুবই প্রশংসনীয় বলল ভারত        নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় : সালাহউদ্দিন     
৬২৬

আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়


সারাদেশে আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে আপাতত প্রাথমিক বিদ্যালয় খুলছে না।

আজ শনিবার বিকেল ৪টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান।
তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লানিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে।
সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে, সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত