ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে বাংলাদেশ-মরিশাস আলোচনা        শহীদ শেখ জামালের জন্মদিন আগামীকাল        ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের     
৮৪৫

হাসান আজিজুল হক ও আফসানা বেগম জেমকন সাহিত্য পুরস্কার পাচ্ছেন

অনলাইন

প্রকাশিত: ২১ জুন ২০১৪   আপডেট: ১৩ জুলাই ২০১৪

জেমকন সাহিত্য পুরস্কার-২০১৪ পাচ্ছেন,প্রবীণ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর `সাবিত্রী উপাখ্যান` উপন্যাসটির জন্য।একই সাথে, পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন আফসানা বেগম। প্রতিবছর কথাসাহিত্যে প্রবীণ কথাসাহিত্যিকদের একটি বই এবং তরুণদের পাণ্ডুলিপি থেকে জেমকন সাহিত্য পুরস্কার প্রদান করে থাকে জেমকন গ্রুপ। সেই ধারাবাহিকতায় এবারও সৃষ্টিশীল লেখকদের জেমকন সাহিত্য পুরস্কার-২০১৪ প্রদান করা হবে। এ উপলক্ষে ২১ জুন শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জেমকন সাহিত্য পুরস্কার ২০১২-এর নির্বাচিত পাঁচটি গ্রন্থের নাম প্রকাশ করা হবে। পরে জুরিগণ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন এবং একজন সৃষ্টিশীল লেখককে জেমকন সাহিত্য পুরস্কার-২০১২ ও একজন তরুণ কথাসাহিত্যিককে জেমকন কথাসাহিত্য পুরস্কার-২০১২ প্রদান করবেন। পুরস্কার বিতরণ শুরু হবে একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে।

উল্লেখ্য, শুরুতে এ পুরস্কারের নাম ছিল কাগজ সাহিত্য পুরস্কার। ২০০০ সাল থেকে দুজন সাহিত্যিককে দুই ক্যাটাগরিতে এটি প্রদান করা হয়। এর মধ্যে একটি হলো প্রকাশিত বইয়ের জন্য জেমকন সাহিত্য পুরস্কার এবং অন্যটি পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।

                                             

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত