ঢাকা, ০৬ মে, ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
১৪৪৬

সুপার মার্কেটের বাজার-সদাই ঘরে বসেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০১৪   আপডেট: ১৮ জুলাই ২০১৪

এখন থেকে অনলাইনেই করা সম্ভব প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটা । সম্প্রতি সিঙ্গাপুর-বাংলাদেশ যৌথ উদ্যোগে বাংলাদেশে চালু হয়েছে বাজারি ডটকম নামের একটি অনলাইন বাজার।সাইটটির উদ্যোক্তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন পণ্য থেকে শুরু করে বিদেশি গৃহস্থালির জিনিস এই অনলাইন সুপার মার্কেট থেকে কেনাকাটা করা যাবে।বাজারি সাইট থেকে কেনাকাটা করতে হলে আপনাকে প্রথমে এই সাইটে লগইন করতে হবে। এরপর দরকারি পণ্যটি নির্বাচন করে তা কেনার জন্য অর্ডার করতে হবে। আপনার দেওয়া ঠিকানায় দ্রুত পণ্যটি পৌঁছে যাবে। এক হাজার টাকার কেনাকাটা করলে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না। বাজারির হেল্প লাইনের সহযোগিতায় অর্ডার ঘরে বসেই দিতে পারেন। আর সন্ধ্যা ছয়টার মধ্যে অর্ডার দিলে ঢাকার মধ্যে একদিনেই পণ্য হাতে পাবেন।
বাজারি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যথেষ্ট সচেতন। ডেলিভারির সময় পণ্য পছন্দ না হলে তা ফেরত দিতে পারবেন। বর্তমানে এ সাইট থেকে কেনাকাটা করা যাচ্ছে। তবে বাজারি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই এই সাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বাজারির ওয়েব ঠিকানাhttp://bajaree.com/

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত