সুপার মার্কেটের বাজার-সদাই ঘরে বসেই

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৭ জুলাই ২০১৪ সোমবার | আপডেট: ১২:৩১ এএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার

এখন থেকে অনলাইনেই করা সম্ভব প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটা । সম্প্রতি সিঙ্গাপুর-বাংলাদেশ যৌথ উদ্যোগে বাংলাদেশে চালু হয়েছে বাজারি ডটকম নামের একটি অনলাইন বাজার।সাইটটির উদ্যোক্তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন পণ্য থেকে শুরু করে বিদেশি গৃহস্থালির জিনিস এই অনলাইন সুপার মার্কেট থেকে কেনাকাটা করা যাবে।বাজারি সাইট থেকে কেনাকাটা করতে হলে আপনাকে প্রথমে এই সাইটে লগইন করতে হবে। এরপর দরকারি পণ্যটি নির্বাচন করে তা কেনার জন্য অর্ডার করতে হবে। আপনার দেওয়া ঠিকানায় দ্রুত পণ্যটি পৌঁছে যাবে। এক হাজার টাকার কেনাকাটা করলে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না। বাজারির হেল্প লাইনের সহযোগিতায় অর্ডার ঘরে বসেই দিতে পারেন। আর সন্ধ্যা ছয়টার মধ্যে অর্ডার দিলে ঢাকার মধ্যে একদিনেই পণ্য হাতে পাবেন।
বাজারি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যথেষ্ট সচেতন। ডেলিভারির সময় পণ্য পছন্দ না হলে তা ফেরত দিতে পারবেন। বর্তমানে এ সাইট থেকে কেনাকাটা করা যাচ্ছে। তবে বাজারি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই এই সাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বাজারির ওয়েব ঠিকানাhttp://bajaree.com/