ঢাকা, ০৭ মে, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
Breaking:
বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ      অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের        অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু        বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির        লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী     
১০৩১

যুক্তরাষ্ট্রে গোলাগুলি: নিহত ১,আহত ২০

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র দক্ষিণ পূর্বাঞ্চলে অতর্কিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত এক জন নিহত হয়েছে, আহত আরও ২০ জন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে এই গোলাগুলির ঘটনা শুরু হয়।

মেট্রোপলিটান পুলিশ বিভাগের প্রধান পিটার এক সংবাদ সম্মেলনে বলেন, গোলাগুলিতে আহত ক্রিস্টোফার ব্রাউনকে (১৭) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

এছাড়া তিনি জানান, গোলাগুলিতে এক জন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থা আশঙ্কা জনক। এছাড়া আহত অনেকের অবস্থাও গুরুতর।

প্রতিবেদনে বলা হয়েছে, আনাকোস্টিয়া নদী ও ফোরট সার্কেল পার্কের মাঝে হুট গোলাগুলি শুরু হয়। অন্তত তিন জন আলাদা আলাদা যায়গা থেকে গুলি ছুঁড়ে।

তবে ঠিক কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে খবরে বলা হয়েছে।

সিএনএনের শাখা রেডিও ডব্লিউটিওপি-এফএম বলছে, গোলাগুলির পর অন্তত ৯ জনকে কাছের হাসপাতালে নেয়া হয়েছে। পুরো এই ঘটনার তদন্ত চলছে।বাসস


 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত