ঢাকা, ০৭ মে, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
Breaking:
বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ      অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের        অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু        বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির        লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী     
৮৮৭

মুখের সৌন্দর্য বাড়ে সুগন্ধিতে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন ২০১৪   আপডেট: ২০ জুন ২০১৪

মন ভালো করে দেয় সুগন্ধি, এটা সবারই জানা। কিন্তু সুগন্ধিতে কি মুখশ্রী আরও মোহনীয় হয়ে উঠতে পারে? গবেষকেরা বলছেন, সুগন্ধির সঙ্গে সুন্দরের সম্পর্ক আছে। সুগন্ধি ব্যবহারে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। তাঁরা জানিয়েছেন, সুগন্ধি দ্রব্যের ব্যবহার অন্যের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও সুইডেনে পরিচালিত এক গবেষণার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের যৌথ ওই গবেষণায় দেখা গেছে, সুগন্ধি দ্রব্যের ব্যবহারে নারীর মুখশ্রীতে আরও স্নিগ্ধতা আসে, এতে নারী আরও মোহনীয় হয়ে ওঠেন। প্লস ওয়ান সাময়িকীতে এ-বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় মনেল কেমিক্যাল সেন্সেস সেন্টারের গবেষক এবং গবেষণাপত্রটির প্রধান লেখক জ্যানিনা স্যুবার্ট এ প্রসঙ্গে বলেন, ‘সুগন্ধির মাদকতা এবং মুখশ্রীর আকর্ষণীয়তা একটা যুগপত্ আবেগের মাধ্যমে মূল্যায়িত হয়।’

স্যুবার্ট আরও বলেন, ‘এ থেকে হয়তো আমরা ধারণা করতে পারি যে, সুগন্ধি এবং সুন্দরের প্রতি আকর্ষণের ক্ষেত্রে মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ার একটা যোগসূত্র আছে।’

গবেষকেরা আরও জানিয়েছেন, সুগন্ধি ব্যবহারের কারণে একজন ব্যক্তি যেমন অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন, তেমনি বন্ধুবান্ধব বা সঙ্গীসাথির সঙ্গে উপস্থিতির কারণেও অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা যায়।‘সূত্র অনলাইন’

 

 

আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত